নেটওর্য়াক মার্কেটিং ব্যবসার ভবিষ্যৎ উজ্জ্বল।বর্তমান অর্থব্যবস্হায় পরিবর্তন ও অগ্রগতির প্রবণতা আরও বেশিসংখ্যক মানুষকে ইন্ডাস্ট্রিতে টেনে আনবে।আমি কয়েকটি আর্থিক পরিবর্তন ও প্রবণতা পূর্বানুমান করছি।
মানুষ আরও স্বাধীনতা চায়ঃ সে যুগ আর নেই যখন ২৫ বছর বয়সে মানুষ চাকরি জীবন শুরু করত,চাকরি বজায় রাখার জন্য যা বলা হত,তাই মেনে চলত...সারা জিবন একটি চাকরিতে টিকে থাকত।এখন মানুষ ঘোরাফেরার স্বাধীনতা চায়,আগের তুলনায় বেশি বিকল্প চায়,নিজের শর্ত,নিজের ইচ্ছামত বাঁচার স্বাধীনতা চায়। খন্ডকালীন নেটওয়ার্ক মাকের্টিং ব্যবসা মানুষকে জীবনের উপর বেশি নিয়ন্তনের সুযোগ ও ফলে বেশি বেশি স্বাধীনতা দেয়।